প্রকাশিত: Sat, Dec 2, 2023 3:30 PM
আপডেট: Sat, Dec 6, 2025 5:59 PM

মৌলভীবাজারে কারাবন্দি বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে উপহার সামগ্রী

স্বপন দেব,  মৌলভীবাজার:[২]  সবকারের একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দলের ডাকা দেশব্যাপী চলমান আন্দোলনে এ পর্যন্ত  গ্রেপ্তার মৌলভীবাজার জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়িতে উপহার সামগ্রী পাঠাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান।

[৩] তিনি ঢাকার মহাসমাবেশ থেকে এ পর্যন্ত  গ্রেপ্তার হওয়া কারাবন্দি নেতাকর্মীদের জেলখানায় পিসিতে নগদ অর্থ প্রেরণ, অসচ্ছল বিএনপি পরিবারের সদস্যদের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী প্রেরণ এবং কারাবন্দি নেতাদের জামিনে আইনি সহায়তা দিচ্ছেন।

[৪] দলীয় সূত্র জানায়, ঢাকার মহাসমাবেশ থেকে এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ১১ টি মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ পর্যাযের নেতৃবন্দসহ সহস্রাধিক নেতৃবৃন্দকে আসামি করা হয়েছে। এর মধ্যে দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করে কারাগারে বন্দী করা হয়েছে। সকল মামলার বাদী করা হয়েছে পুলিশকে।

[৫] জেলা বিএনপির প্রচার সম্পাদক মো.ইদ্রিস আলী জানান,  গ্রেপ্তার নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ও কারা নির্যাতিত নেতৃবৃন্দের পরিবারে মনোবল জোগাতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এর পক্ষ থেকে কারা অন্তরীণ দলীয় নেতৃবৃন্দের বাড়িতে এ উপহার সামগ্রী পাঠানো হচ্ছে।

[৬] তিনি আরো জানান- মৌলভীবাজার সদর উপজেলা শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সারা জেলায় সংশ্লিষ্ট উপজেলার বিএনপির নেতৃবৃন্দর মাধ্যমে এ উপহার সামগ্রী পাঠানো হবে।